শিরোনাম
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে দেশি-বিদেশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার
বিস্তারিত
সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি.)
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের দিক-নির্দেশনামতে ও ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের চাক্ষুষ পরামর্শে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে দেশি- বিদেশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুুলিশ।
(২২ ডিসেম্বর) রাত ১১.৪৫ ঘটিকায় কোতোয়ালি থানাধীন মাসকান্দা এলাকায় কোতোয়ালি মডেল থানার একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা কালীন সময়ে মাসকান্দা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে তল্লাশী করে ১ টি 9 MM বিদেশী পিস্তল, ১ টি .32 কাঠের বাট যুক্ত বিদেশী পুরাতন পিস্তল এবং ১ টি পুরাতন ম্যাগজিন, ১ টি এয়ারগান, সীসা গুলি ১৩০ রাউন্ড, ১টি টেলিস্কোপ সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ ফারজানা শান্তা (২২) নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় তার স্বামী হৃদয় মিয়া (২৪), তন্ময় ( ২৫) এবং আরো অজ্ঞাতনামা ১/২ জন এসব অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। জনাব মোঃ শফিকুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ জানান যে, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তীতে দেশি- বিদেশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে প্রেসব্রিফিং করেছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান। এসময় পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব কাজী আখতার উল আলম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)[ পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব মোঃ শামীম হোসেন; সহ অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।